দিনকাল ভালো নয় ।
এ আর নতুন কথা কী ?
দীর্ঘদিনের বুদ্ধিজীবীরা
দীর্ঘদিন ধরেই বলে চলেছেন ।
তবুও অসম্ভব ছুটে চলা,
অপ্রত্যাশিত 'ভালো দিন'এর আশায় ।


অসংখ্য কলরবে জেগে ওঠে
গভীর রাতের ঘুম,
আর দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে ওঠার মতো,
কখনও হতচকিত আমরা
পাশ ফিরে শুই,
নতুন কোনও স্বপ্নের খোঁজে ।


হিংস্র খরপ্রবাহ
দুর্দম স্রোতের আঘাতে টলিয়ে দেয়
নিস্তব্ধ উঁচু উঁচু টিলাগুলিকে ।
গতানুগতিকতার অমলিন ধারা
বয়ে চলে তাও
যুগান্তের দিকে ।
সংকীর্ণতার কালো হাত রোপণ করে
মহীরুহের বীজ,
উর্বর মস্তিষ্কের অতৃপ্ত ক্ষুধায় ।


অতৃপ্ততা বাসা বেঁধেছে
দিনের গর্ভে ।
মিলিয়ে মিলিয়ে চলা শুধু
সেই আবর্তমান কঠিন দিনগুলিকে ।
সোচ্চার কন্ঠস্বরের নিদারুণ নির্বাপনের
ভয়ংকর আশায়  ;
দায়িত্ববোধের দায়টুকু ভুলে ।


দিনকাল ভালো নয় ।
চেষ্টাটুকুও ব্যর্থ হয়,
            অলস দিনের উপহাসে ।