সময়ের সাথে বাজি ধরে পরাস্ত কবি,
তবুও সময় শিখেছে সবক ।
ঠিকানাহীন জ্যোতিষ্করাও পথ খুঁজে ফেরে
রোজ ঘুমোবার আগে ।
আর ' কবিতা বুঝিনি আমি' বলে তীব্র অভিমানে
'চাঁদের গুহার দিকে' নির্নিমেষ
চেয়ে থাকতে থাকতেই
কখন পরেছ 'মুকুট' প্রিয় বেদনায় !


ভালোবাসা দাও ভালোবাসা দাও,
ভালোবাসা দিতে এসো
ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হওয়ার আগে  ;
আড়ালে যেও না যেন
উজ্জ্বল মাছেদের বুদ্ধিদীপ্ততায় !


আর যদি নাই আসো, তবু
তোমাকে মনে রাখবো,
বঙ্গদেশের মতো সেদিন তুমিও শুনবে-
কী অপূর্ব উৎফুল্ল আশা নিয়ে ক্রন্দনরতা জননীর মুখে-
"ফিরে এসো চাকা । "