আবার ফিরতে চাই ।
ফিরতে চাই আমি ।
  
সেই দুর্দম প্রাণোচ্ছাস তোমাকে ঘিরে,
রাজপথে রাজপথে বিপ্লবের আলপনা,
আলো আঁধারি পথ,
আর আমাদের জ্বলজ্বলে চোখ
কোটর থেকে বেরিয়ে এসেও
তোমার মুক্তির স্বপ্নে বিভোর !!
অখন্ডতার স্বপ্ন খন্ড-বিখন্ড বুকে,
এক নিশানের নিশানায় মস্তিষ্কের চিন্তা স্রোত,
কখনও রাজদণ্ড নেমে এসেছে প্রবলভাবে;
পরাক্রমী শাসকের বুক চিরেছে ছত্রখান তেরঙ্গা !!


পিছুটান ডেকে নিল নিশ্চুপ সময় এক।
নির্বিকার অধ্যায় জুড়ে উপসংহারের হাতছানি ।


মাতঃ, বুঝেছ এ যন্ত্রণা ?
নিভৃতে থেকে অনুভব করেছ কি ক্ষত ?
এই অসহায়তা ?
অবরুদ্ধ হৃৎপিণ্ডের হাহাকার অভিমানী অভিযোগে ;
তোমার আঁচলতলে আমি
আবার ফিরতে চাই ।।