অনেক কবিতা লিখতে ইচ্ছে করে ।
ইচ্ছে করে জীবনের কঠিন গদ্যগুলোকে
বেঁধে ফেলি
কবিতার ছন্দে ।


পৃথিবীর ঘাসে ঘাসে,
জলে-জঙ্গলে-নর্দমায়,
তিক্ত পথে বেঁচে ওঠা ছন্দের দল
হাঁপরের মতো ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে,
আর পোড়া কয়লার আগুনে খাদ্য জোগায় ।


এসে দেখো, ঘুম নেই ।
ঘুম নেই এখন অবিরত চক্রান্তে ।
ঘুম নেই এখন অভিকর্ষের সন্ধানে ।
ঘুম নেই এখন নক্ষত্রের হাতছানিতে ।


রক্তমাখা হাতে এগিয়ে এসেছে রিপুর মিছিল,
অপূর্ব খামখেয়ালীপনায়,
রক্তের লোলুপতায় ব্যর্থ প্রলোভন নিয়ে ।


যারা পৃথিবীকে বুঝলো না,
পৃথিবী তাদের...
আর আমার জীর্ণ দেহের পাথর চোখে
ঘুম নেই ।।