(১)


বিষাক্ত হুলে মধু খেতে
মগ্ন তুমি ।


মাঝে মাঝেই অসতর্কভাবে
বার করে দাও
অনিচ্ছার বিষ ।


আমি সে সব সংগ্রহে রেখেছি ।
তখনও মৌচাক হয়নি তোমার,
সেই তখন থেকে ।


         (২)


আমি প্রজাপতি চেয়েছিলাম ।
সে তুমিই দিয়েছ ।
যে কিনা তার ডানাদুটি
তোমায় দিতে চেয়েছিল একদিন ।


তাকেই পাঠাবো এবার,
নিঃক্ষত্রিয় যুদ্ধের
অক্ষৌহিনী সৈন্য জোগাড়ে ।


তোমার ভঙ্গুর মৌচাক নয় -
তোমার বিষাক্ত হুল ভাঙার স্বপ্নে ।


প্রজাপতিই বানাবে তারপর
তোমার স্বপ্নের মৌচাক !!


          __________