সুদূর গগনে প্রজ্জ্বলিত শতকোটি নক্ষত্র ।
তার মাঝে প্রদীপ্ত সন্ধ্যাতারা বিরাজমান ।
রজনীর তমসাচ্ছন্ন কৃষ্ণ আকাশকে
শোভিত করে সে ।
যেন প্রতিকূলের মধ্যে
অনুকূলের ইপ্সিত ইঙ্গিত ।
শুকতারা ক্ষীণ আলোকিত,
পৃথিবীকে নাই বা দানিল সে জ্যোতি,
তবুও আঁধারে দীপসম রাজে ।
অন্য নক্ষত্রতুল্য সে নগন্য,
তবুও অন্ধকারকে জাগরিত করে সে ।
এক স্বতন্ত্র লক্ষ্য, নিঃশব্দ বিপ্লব ।