রাস্তায় বার হও,
শরতেই হোক বা হেমন্তে ;


এক ঝাঁক পোকা
বিক্ষিপ্ত তীরের মতো
নিক্ষিপ্ত হয়ে
তীব্রভাবে ঘিরে ধরতে চাইবে
তোমার চলমান শরীরটাকে ।


মূলত অন্ধকার আর রাত্রির সাথেই
এদের সম্পর্ক সূচিত হয় ।


কেউ কেউ মহানন্দে খুঁজে নেবে
তোমার শরীরের স্পর্শকাতর অংশ -
তোমার চোখদুটি ।
এরা রক্ত খায় না ।
শুধু ওরাই জানে কী ওদের উদ্দেশ্য ।


অকস্মাৎ আক্রমণে হতচকিত তুমি
তীব্র জ্বলনে ও তীব্র রাগে
ওদের বাপান্ত করতে চাইলেও,
অথবা বাধা দিতে চাইলেও,
ওদের গতি অবাধ !


এগিয়ে চলো ।
এসব গায়ে মেখেই,
নির্দ্বিধায় - নির্বিবাদে ।
ক্ষুদ্র কীট আর মানুষের পার্থক্য বোঝো না !!