মহামতি নির্বোধেরা নাকি
সবুজের অভিযানে !
এই আধুনিকত্বের রাজত্বে !


নগরায়নের উন্মত্ত হাঁ-মুখ
মত্ত সবুজ মদের নেশায়,
সু-সভ্যতার মুখোশে ।
মহামতিগণ,
যত এগোবে
সবুজ ততই পিছিয়ে যাবে ;
সু-সভ্যতার লজ্জায় ।


সেনালী বিকেল আর
ছায়ার অপেক্ষায় নেই দীর্ঘকাল ।
দেখো না,
উত্তপ্ত দিনগুলি মোরাম রাস্তার উপর
মরীচিকা এঁকে যায়,
আর তপ্ত লাভার মতো চক্রাকার
দীর্ঘশ্বাসে অবিরাম হতাশা ঝাড়ে !


মানুষ এখন সভ্যতা বুঝেছে -
সভ্য-তার নাগপাশে !!


           ______