রাত্রি যত বাড়ছে
অন্ধকার ততই ঘনীভূত হচ্ছে ।
ক্রমশ উজ্জ্বলতার দিকে
নক্ষত্রদের পারস্পরিক আলিঙ্গন ।
দুর্বল ভাবে এগিয়ে এগিয়ে
চলেছে মেঘ,
নখর-দন্ত বিহীন শ্বাপদের মতো।
ফুটে ওঠা উজ্জ্বল বিন্দুগুলি
রচতে চায় বৃত্তীয় পরিধি,
ব্যাস-ব্যাসার্ধের সীমারেখা বিহীন।


দেখতে দেখতে কখন
সকাল এসে গেছে গুপ্তচরের মতো,
বুঝতে পারিনি।


ক্রমশ বাড়ছে
সূর্যের তপ্ত উজ্জ্বলতা ।


কোথায় গেল কে জানে,
ক্ষণজীবন অমসৃণ সুসম্পর্কের
সেই সব এককগুলি !!


                ________