জীর্ণ প্রাচীর থেকে বেরিয়ে আসে
আদিম আদিম গন্ধ,
কখনও কখনও হিংস্রতার নামাবলী
দুমড়ে মুচড়ে যায় ভয়ে ।


এক অলীক পৃথিবীর স্বপ্নে বিভোর
অনভিজ্ঞ এক কঠোরতা।
তবুও পাগলামি রাষ্ট্র হয়ে গেলে
একাকীত্বে ভোগে আলোর যাত্রী ।


তুমি যদি সততাকে ছুঁড়ে ফেলো,
আর মানবতাকে বন্ধক দাও,
তোমার স্বপ্নে আঁচড় কাটবে
একদল মত্ত সুযোগসন্ধানী ।


ধ্বনিভোটের সমর্থন কোলাহল তোলে
তবুও জীর্ণ দেওয়াল
একাই থেকে যায়...
সংস্কারের স্বপ্ন নিয়েও
একাই অন্ধকারে ফিসফিস করে  !!