আগুন নিয়ে খেলা
আমার অভ্যেস নয় কখনও
আমিও শান্তি চাই অনেকের মতো
তবে দেখছি  ইদানীং, বোদ্ধার পোশাক পড়ে
অবোধের মত অনেকে
করছেন শেয়ার হোয়াটস আপ, ফেসবুকে
এমন সব ছবি ,ভিডিও
উঠছে জ্বলে সাম্প্রদায়িকতার আগুন দিকে দিকে ।
বোধ নেই যেন!!
  
তারা কিন্তু ভীতু ভীষণ
তবে পেলে ধর্মের সুড়সুড়ি
দেখাতে জাতিপ্রেম
শেয়ার করেন এলোপাথাড়ি
ভাবেন! এতে আবার কিছু হয় নাকি !
আর যখন ঘটে রক্তপাত তাদেরই
তখন তারাই বন্ধ ঘরের ভিতরে বসে
দরজায় পাতেন আড়ি  
বাইরের জগতে ।


গালমন্দ করেন তাদেরকে
যারা ব্যাবহার করে  গোলা বারুদের
আর বলেন! বন্ধ করো হিংসা
শান্তি চাই! আমরা
কবে যে বুঝবেন?  
আইন থাকা স্বত্বেও
যখন কেউ দেয়না বাঁধা
তখন  আড়ালে আছে নিশ্চয়ই! কোন গল্প রাখা
ইতিহাস সাক্ষী আছে
সাক্ষী আছে রাম আর রহিমের কাঁটা হাত
দেখেও বদলায়নি সভ্যতার ধারাপাত
ফ্রি তে খাওয়ার  অভ্যাস  
আর সরকারে বিশ্বাস
বুঝিয়ে দেয় আমরা এখনও দুই অক্ষরই আছি
অজ্ঞাতেও! ধনুক থেকে বান হয়ে গেলে ছোড়া
ফেরানো যায় কি ?