মাঝে মাঝে এমন মনে হয়
যখন সবাই মিলে সবাইকে
ভয় দেখাতে চায়।
ভয়েতেই খোঁজে উপায় ।  
এটা নয় কোন অভিনয় ।
জানে,
সব জেনে শুনেও
একে অপরের দিকে  চায় ।
ভয়েতেই বুঝি,  সবচেয়ে কাজ ভালো হয় ।
যা কিছু কঠিন
সেটাই কেমনভাবে  সহজ হয়ে যায় ।  
প্রতিবাদ হয়ে পরে নিস্তব্ধ
সবাই নাকি,  এক ভয়েতেই জব্দ ।
যদি দেওয়া যায় একটা ভয়ের বেড়া ।
সবকিছু চলে আসে নিয়ন্ত্রণে
ক্রন্দন হারায় সদ্য  সন্তানহারা ।
ভয়ের বাতাবরন
কখনও নয় অকারন ।
হয় অকারন
যদি সত্যকে জানি শুধু ।
প্রতিদিন ঘুম থেকে উঠে যার শুরু
রাতে শুতে যাওয়া অবধি ।
ভয়ের সাথে থাকার অভ্যেস
হয়ে ভিতু , মৃত্যু অবধি ।
ভয়ের সাথে ভয়কে
নিয়ে চলার বিধি ।
কে শেখাল ?
এই ভয়ের ভাব কিভাবে এল ?
সত্যকে জানার রাস্তা
কি বন্ধ হয়ে গেছে তবে ?
বুঝেই পাই না আমি
আজও  মানুষ হাসে কিভাবে ?