মাঝে মাঝে এমন
হয় ধারণার প্রচলন
যে তিনি নেই অস্তিত্বে
আমরা যা খুশী করতে পারি এবার  মর্তে
যেখানে লাগানো নেই ক্যামেরা
সেখানে , আমাকে কেউ দেখছেনা ।
অনেকেই বলে আবার
তিনি থাকলে,  এমন দিন কি আসত আর ?
তবে আসবেন  একদিন
হয়ে কল্কি অবতার ।
কবে ঠিক, পারেন না বলতে ।
বেশ ভালো লাগে শুনতে
ক্রমশ বিশ্বাস হচ্ছে হালকা  
হচ্ছে ঘন বাস্তবতা
এটাই তোঁ চেয়েছিলেন তিনি
আমাদের স্বনির্ভরতা ।
বাকি সবই তো দিয়েছিলেন
কিছুই তো বাদ রাখেননি।
আমাদের ভিতরে থেকে
দেখতে চেয়েছিলেন জীবনটাকে
অবিনস্বর থেকে হাফিয়ে উঠেছিলেন
ভুলে যাই  যিনি
করেন রক্ষা আবার ধ্বংসও করেন তিনি ।
রক্ষার জন্য ডাকি
ধ্বংসের বেলায়,  ফাঁকি ?
আজও অঙ্কটা মেলাতে পারিনি ।