কারা যেন বলে গেল কানে কানে
ব্যাবহার হয়ে গেলে পর
ছুড়ে  ফেলে দাও ডাস্টবিনে ।
সেই থেকে ছিলাম পরে
সয়ে ডাস্টবিনের দুর্গন্ধ ।
আবার এসে বলে গেল কারা
এভাবে যাবেনা করা
কোন জিনিস নষ্ট ।
করতে হবে পুনঃ পুনঃ ব্যাবহার
পুনরুৎপাদন ।
নোংরা,  উচ্ছিষ্ট যত
ভেঙেচুরে, করে  নতুনের মত
করতে হবে  পরিবেশন ।
বারবার , বহুবার।  
এসেছি ফিরে তাই
আবারও সেই পুরনো ডাস্টবিনে
কারা করেছে ব্যাবহার আমাদের ?
কারা  চলেছে করে?
আর কারা  বলেছিল,  বদলাবে দিন
আসবে সেদিন  
থাকবে  না কোন  ডাস্টবিন আমাদের ঘরে ?  
সেই দিনটির দিন গুনে বাঁচি
ডাস্টবিনে থাকি
ডাস্টবিনেই আছি ।
হয়তো ডাস্টবিনেই থাকতে হতে পারে
এক অনির্দিষ্ট সময়কাল ধরে
হয়ে ব্যাবহৃত, ব্যবহারের মতন করে ।