ভাবতাম একসময়
ব্যাবসায়
বুঝি কোন এক জাতির বিশেষ পরিচয়
যারা করে বিনিময়
সমাজে।
আজ আর হয় না মনে
ছোট্ট শিশুটার আধো আধো কথা শুনে
বলতে শিখেই সে করতে পারে হিসেব
লাভ লোকসানের
আদান প্রদানের
অথবা না বলেই
কেবল ছোট্ট হাতের ইসারায়
সহজেই বুঝিয়ে  দেয়
না দিলে চকোলেট
সে কারও যায় না কোলে ।  
অবাক হওয়ার বিষয় যদিও
কেউ হয়না অবাক
বলে, শিশুটা তো বেশ চালাক ।
এভাবেও হতে পারে শুরু
আবার হতে পারে অন্য ভাবেও
ব্যাবসায় আর জাতিগত  নয় কারও
এটা প্রমানিত ।
অন্য সকলের মত
হতে পারো তুমিও  চালাক ,
ধূর্ত কোন এক ব্যবসায়ী  
করতে পার চালাকের উপর চালাকি
করতে পার প্রতিযোগিতার লড়াই।  
এ তোমার বর্তমান স্বাধীনতা
বলি দিয়ে  মানবিকতা
গড়তে নিজের বাস্তবতা
বুদ্ধিমান নয়,  চালাক   হওয়া চাই ।
কারন, মানুষ গড়ার কারখানাতেও  
এখন গড়া হয় কেবল চালাক ব্যবসায়ী ।