বুকের উপর থেকে বড় জগদ্দল পাথরটা
যদি পারতাম সরিয়ে দিতে  
তাহলে হয়তো! নিঃশ্বাস দুই চারটা
আমিও নিতাম সুখে ।
গলা ছেড়ে গাইতাম গান ।
আমরাও  করবো জয়! একদিন নিশ্চয়!
কিন্তু এই পাথরটা যেন!  
কিছুতেই যায়না সরানো  
উল্টে, বাড়ায় চাপ ঘনঘন!  
গণতন্ত্র নামক পাথরটার ওজন!  
যে ঠিক কতোটা হতে পারে?
পারলে বুঝতে  আগে  
মা কসম! দিতাম না চাপতে বুকে ।  
নিজেই চেপে বসতাম!  
দেখিয়ে দিতাম!  চাপ কাকে বলে ?  
কড়ায় গণ্ডায় বুঝে নিতাম!  
স্বাধীনতার প্রতিটি অধিকার
আর একটু ভুল করলেই! বসাতাম জনতার দরবার
পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে
সেখানে  দিতে হত জবাব প্রত্যেককেই
জনতার টাকায় নবাব, আর হওয়া যেত না!
থাকতে হত কুড়ে ঘরে
ভুল তো হয়েছে আমাদেরই বুঝতে
তাই বলে কি একেবারে!  বুকের উপর বসবে চেপে ?
এখন যেমন বসেছে ওরা!  
রীতিমত! শ্বাসকষ্ট হচ্ছে
কেউ কি আছেন জেগে ?
একটু সাহায্যও  কি যাবে না পাওয়া!
এতো চাপ কি আর যাবে নেওয়া ?
চাপের চোটে  প্রানবায়ুটাই না বেড়িয়ে যায় এবার
তখন এই পাথর দিয়েই একটা সৌধ,  বানিয়ে দিও আমার
লিখে দিও তাতে!
এক অগণতান্ত্রিক আহাম্মক মরেছে,  গণতন্ত্রের চাপে!  
তবেই  যদি আক্কেল হয় তোমার ।