এই জগতের এক ভাগের এক অংশ
অথবা, তার চেয়েও অনেক কম হয়তো!
প্রকাশিত
কম ছাড়া বেশী নয়।
তাই যদি হয়!  
তবে কেন আমরা!
পড়ে আছি প্রকাশিত বস্তুর অতিসংক্ষিপ্ত জ্ঞান নিয়ে
সঙ্কীর্ণ গণ্ডীতে?
যদি জানার ইচ্ছেটাকে একটু বাড়িয়ে
সেই বিশাল অপ্রকাশিত অংশের দিকে
নিয়ে যাওয়া যায় ?
তাহলে! কোন কিছুই আর সংক্ষিপ্ত থাকে না
বিশালের রূপ পায় ।
আমরাও পারিনা বলতে একে অপরকে
তুমি কম জানো! আমি বেশী।
আমার কথাটাই একমাত্র সত্যি!
যা লেখা আছে, যা লেখা হয় পুঁথিতে
তাকেই সত্য বলে হবে মানিতে  
এর বাইরে জগত নাই ?