জোর করে কি কিছু  করানো যায় ?
তবে যে বল তোমরা! জোর করেই করায় !
তোমার হাত! তোমার পা! তোমার মুখ !
অন্যে চালাবে কি করে ?
যায় কি করানো কাজ!  হাত ধরে ?
কি করে দেবো তোমার কথায় সায় ?
যুক্তি দেখিও না আমায়!  
লোভও  দেখিও না!
এই আমি বন্ধ করছি  চোখ, কানেও দিচ্ছি আঙুল ঠেসে
আছে সাহস কার! আমায় দেখায় ভয়!  বলুক এসে ?
সংখ্যা হিসেব করলে গুটিকয়
তোমার শক্তির সাথে তাদের শক্তির তুলনা!!
ভেবেই পাই না !
মিছেই বল তোমরা! ওরা জোর দেখিয়েই খায়!