কিছু মানুষ আছে সমাজে
যাদের  তুমি  নিরপেক্ষ পারো বলতে
তবে কখনই  মূর্খ বলতে পারো না।  
তারা শিক্ষিত , লেখাপড়া জানা ।
জানে কোনটা চুক্তি আর কোনটা বোঝাপড়া ।
কোনটা কলম আর কোনটা তরবারি ।
কোনটা নিজের আর কোনটা বারোয়ারী।  
তারা মানে সংবিধান
অথচ বসলে শুতে চান  
দেখেও অন্যায় চোখের সামনে
চুপ করে থাকে  ।
পারে করতে অনেক কিছুই
তবে তারা নাকি নিজেদের বল বোঝেনা ?  
চুপচাপ বসে অপেক্ষা করে
যদি কেউ এগিয়ে এসে  বলে,
তাহলে সেও বলতে পারে দুটো কথা
সপক্ষে অথবা বিপক্ষে
যেদিকে ভার বেশী থাকে,  সেদিকে  ।
যখন কেউ বলে না
তখনও সে চুপ করেই  থাকে
বলা হলে তাকে
বলে,  চুপ করে থাকাই  ভদ্রতা
এটাও জানো না ?
আমরা সুসভ্য মানুষ
আমরা কারও  সাতে পাঁচে থাকি  না ?