আবারও কি হচ্ছে গরম পায়ের তলার মাটি!
নাঃ  নাঃ উষ্ণায়ন নয়! বাড়ছে উত্তাপ
কেউ দিচ্ছে আগুন,  যোগাচ্ছে জ্বালানী!
সক্রিয় বিভাজনের ভাটি  কি ছড়াচ্ছে  ভাপ?
অভাবের সংসারে অশান্তির বাতাবরনে
কিরণের নামে সাহায্যের দামে
খুব সস্তায় হচ্ছে বিক্রি জীবনের মূল্যবোধ  
তোমার আমার আলাপন , উপদেশ,  অবরোধ
সেখানে! অলস মনোরঞ্জন
আন্দোলন  যেন কোন গল্পগাঁথা
প্রয়োজন আর প্রভাবই কি তবে শেষ কথা ?
বাস্তবের মানুষ কি তবে অন্ধ?  
অশান্তি আর অভাবের ধন্ধ
শোনে কি ধর্মকথা ?
তারা হয়তো এইসব কিস্যু বোঝে না!
যেটা বোঝে! তার সাথেও  হয়তো!
কোন কিছুরই  হিসেব মেলে না!
তবুও আমরা তার চিত্র অঙ্কন করি!
চেষ্টা করি বোঝানোর
আমরা মানুষ! আমাদের আর পশুর ভিতরে
আছে পার্থক্য
কেউ বোঝে! কেউ বুঝেও বোঝে না!
গনহত্যার সাক্ষীও পাওয়া যায় না খুঁজে
আক্রান্ত জনতার  ভিড়ে
বলে! লেগেছে আগুন নাকি শর্ট সার্কিটে!!
বিচার করে অপেক্ষা দাঁড়িয়ে অন্ধকারে, একা!!
আধুনিক সমাজে কি তবে!
জীবন বিপন্ন! আর মানবিকতা!
সে কোথায়? কোথায়  মাননীয় সততা??