প্রশ্ন যদি করো
কাকে কর সবচেয়ে বেশী ভয় ?
তাহলে উত্তর একটাই হয় ।
তুমি অস্বীকার করতে পারো
নাড়াতে পারো মাথা তোমারও
ডানদিক থেকে বা দিক
অথবা হাতটা ঠিক
এদিক থেকে ওদিক
চলে যেতে পারো মুখ তুলে উপরে
জানি তার মানে আসলে
ভাব পূর্ণেরই কি  চেষ্টা চলে গোপনে ?
অভাব নয় সহজ বস্তু এমন
স্বচ্ছলতার মাঝেও  যখন
তুমি নরম পালঙ্কে পেটভরা ঘুম দাও
মনের এককোণে  সেও বসে দুধভাত খায় ।
পূরণ করতে তার উদরের ফাঁক
অন্যের ভাবে বারাও হাত
অন্যের সবটুকু নিয়ে নিলেও
হয় না সে পূর্ণ।
অভাবের  ভাড়ার কি শুধুই  শূন্য ?  
কোথায় বাস করে তবে সন্তুষ্টি ?
তাকেই কি দিতে পুষ্টি
বঞ্চনার স্বভাব ?
নাকি নিছক ভয় কোন এক
একটু ভালো থাকতে চেয়ে ।
অন্যের থেকে নিজেকে পৃথক করে নিয়ে
অন্যের সাথে করতে গিয়ে ভেদ
জন্ম দিয়েছ কি এক অনাবিল অসম্পূর্ণতার ?
তারই  ভয় থেকে পেতে নিস্তার
কি উচ্চ নিচের ভেদ ?  
একটু ভালো থাকতে চেয়ে
একটুর অভাব মেটাতে গিয়ে
ভাবকে করলে পর
আর অভাবের সাথে ঘর ।
পেরেছ কি থাকতে ভালো ?
অভাবের ইচ্ছা থাকে তবুও
মন বলে, আরও একটু পেলে
হত আরও একটু ভালো ।
কোন ভালোর আলো খোঁজে মনের প্রাচীন স্বভাব ?
যে  ভালো পেলে মেটে তৃষ্ণা
মেটে মনের অভাব ।  
সেই ভালোর এসো খোঁজ করি
আর মিটিয়ে ফেলি
নিজেরাই নিজেদের  ভিতরের অভাব ।