পরশে জাগে যে মৃদু শিহরন
চাহনিতে করে গাঢ় সেই আবেশের রঙ
না বলা কথার সারী  ঠোটের কোনায়
অকাল বসন্তের আগমনী গান গায়
সৃষ্টি মাতে সুখের উল্লাসে
জীবন তার চেনা ছন্দ হারায়
অঙ্কুরে জাগ্রত প্রাণ,প্রজাপতি হাসে।