ওরা অক্ষর গিয়েছে ভুলে
এবারের মাধ্যমিকে
খাতা দেখতে বসে
শিক্ষকের  চক্ষু চড়কগাছ!  
শিলালিপি উদ্ধার করা কি তার কাজ ?
অবিশ্বাস্য!
তবে নয় হাস্যকর
ওরা লিখতে ভুলে গিয়েছে
ওদের হাত ভুলে গিয়েছে ভাষা
ওরাই কি তবে আমাদের আশা ?
দুটি বছর কি ক্ষতি হয়েছে
তার পরিসংখ্যান হয়নি এখনও কষা
তবে ভোলা যায় শব্দের বানানও
একথা!
প্রমান করেছে ওরা
অত্যাধিক মোবাইল ব্যবহারে
ভবিষ্যতে! আমাদের হাত কলম নাও চিনতে পারে!  
যেমন আমরাও গিয়েছি ভুলে
অনেক পুরনো অভ্যাস
যা ছিল উন্নতির মূলে  
আধুনিক হতে হতে
অনেক কিছুই হারিয়েছি
বিনিময়ে কিছুই ফেরাতে পারিনি আসলে
সুদেও দিয়েছি ফাঁকি।
আজ শুধুই শাঁক দিয়ে মাছ ঢাকি
বাসী পচা মাছের গন্ধেও বমি আসেনা
আধুনিকতার মশলায় সেও রসময় লাগে ।