ওরা অসতেই করে বসত
ওঠে বসে অসতের সাথে
সবাই জানে, দ্যাখে!
ভালো মন্দের বিচার ওরা করে না!
বলে! এভাবেই বাঁচতে হবে
যতদিন বাঁচা যায়
ইস পার! নয় ওস পার!  
যেখানেই মিলুক ঠাই, লড়তে হবে।  
মাঝখানের জীবন আমাদের জন্য নয়!  
ওটা চলে তাদের পাড়ায়
যেখানে হলেও অসৎ, সৎ সেজে থাকতে হয়
তারা শুধু ভালোটাই চায়
খারাপটাকে  ঢেকে  পর্দায়
মিথ্যা কথা বলতে হয়, ভালো সেজে
ওদের বোকা বানানো যায় খুব সহজে
খুব সহজে ?