সে আসবে বলে  
আবারও একবার বুড়ো আমগাছটা
গিয়েছিল ছেয়ে মুকুলে মুকুলে
সময়ের ব্যবধান ভুলে
ডালে ডালে গজিয়েছিল অনেক নতুন পাতা
এসেছে ভেবে বসন্ত
অসময়ে উঠেছিল ডেকে কোকিল,
যৌবনের ঝড়ো হাওয়ায় সেও দুলিয়েছিল মাথা
আনন্দে আত্মহারা হয়ে যখন সে ধরেছিল গান
তখন তার মনের কথাগুলো প্রাণ পেয়ে
হয়ে উঠেছিল কবিতা
শুনে বলে উঠেছিল সব
বদ্ধ পাগল একটা  
এমনও কি কেউ ভালোবাসে ?
যদি সে না আসে!!
তাহলে! কি হবে শেষটা?
বলেছিল! গাছ হেসে
হোক না মিথ্যে সে
ভালোবাসা তো আর মিথ্যে নয়
সত্যি কি তবে বাস্তবতা?
হারিয়ে যৌবন সে তো কেবল
একমুঠো শুকনো ঝরা পাতা
তাকে নিয়ে কি আনন্দে থাকা যায় ?
তার চেয়ে বরং ভালো কল্পনার উদ্দামতা
সবুজ ফিরে পায় এক লহমায়
শুধুই তার আগমনী ভেবে
মিথ্যেকেও গড়ে নেয় সুন্দর অনুভবে
ভালোবাসার ছোঁয়ায়
কোন খাদ থাকে না ।