ইচ্ছে না থাকলেও
চলে যায় মাথা নিচু করে
ব্যস্ততার শহরে
কতো মানুষই! আসে যায় প্রতিদিন
কতো মানুষই! ঘুরিয়ে রাখে মুখ
কতো মানুষ!  হতে চেয়ে সৌখিন
দেখেও! না দেখার করে ভান!  
তবে টনটনে থাকে জ্ঞান
জানে! দিনে দিনে বাড়ছে জঞ্জাল
বাড়ছে শহরে শেয়ালের পাল
মানুষ কুকুর এখানে এখন
একসাথেই বসবাস করে।  


তবুও বিশ্বাস থাকে বিশ্বাসের ঘরে
জীবিত!  সুরক্ষিত!  স্বাধীন!  
কোনও একদিন!
কোনও মহাপুরুষের হাত ধরে
হবে সব পরিষ্কার।  
তাই নিজের মুখ দেখা ছেড়ে আয়নায়
তারা চোখ রাখে খবরে,  
সিনেমায়!  
‘আসছে টাইগার বদলা নিতে শহরে’  


ঘন ঘন হাততালি পড়ে  
যখন নায়ক একাই লড়ে
একাই বুঝিয়ে দেয়
ঠিক কতোটা হলে অসহায়
আসলের বদলে নকলেও লড়া যায়
অভিনেতা হয়ে বাস্তবের গল্প তৈরি করে।
লড়ার ইচ্ছেটাকেও  রাখা যায় দমিয়ে
ভাবনার প্রলেপ দিয়ে
ছয় ফুট নিচে মাটির গভীরে
যেখানে কোন আলো করে না প্রবেশ
ঘন অন্ধকারে সেখানে একা চলা নিষেধ  
জঞ্জাল  পড়লেও উপচে
তারা কিন্তু আনন্দ পায়!  
প্রতিটি নূতন সিনেমায় ?
যখনই রিলিজ করে!