এখন মৃত্যু অনেক সহজ
অনেকটা! গাছ থেকে
পাকা আম পড়ার মতন
টুপ টাপ পড়ে যেমন
আর একটু হাওয়া দিলেই জোরসে!
অনেক একসাথে!  বেঘোরে
কেন যে কেউ পারে না বুঝতে ?
সবকিছু সমাপ্তির একটা নির্দিষ্ট সময়সীমা আছে!  
যেমন পৃথিবী ঘোরে সূর্যের চারপাশে
হলে! তার আগে?  
বুঝতে হবে
সেটা সহজ নয় কখনও।
সহজ করে হয় দেখানো
শুনেছি!  কিছুদিন আগেও    
দুশো বছরও বাঁচত লোকে    
আর এখন! রাম রহিম,
বছর চল্লিশেই মায়ের ভোগে!  
বলা যায় সহজ কি?
অসাধারনও যায় না বলা
বিজ্ঞানের যুগে!
বিশ্বাস করে নিতে হয়, প্রশ্ন রেখে l