(১)
টিপ টিপ — ঝম ঝম বৃষ্টি
সবুজের স্নান অপরূপ কৃষ্টি
ব্যাস্ত হাইওয়ে — রেল লাইন
অদূরে রেষ্টুরেন্ট পেট ভাঙ্গে আইন

(২)
যৈবতীর বুকে শিহরন ওঠা
কদম ফুলে বৃষ্টির ফোঁটা
চুঁয়ে পড়ে মুক্তকনা-জল
কাছে ডাকে ধুয়ে যায় চোখের কাজল

(৩)
চোখ হাসে ঠোঁট হাসে
মন ; বৃষ্টির জলে ভাসে
আমি কাছে আসি
তুমি বান-ভাসি
সুখের সাগরে
মিলন-বাঁশির সুরে

"বরষার আয়োজন "
......................................
২২/০৬/১৪ইং