বোমা আর গোলার উত্তাপে, বর্নিল মাংস ;
তামাটে কাবাবের ঘ্রান
হিংস্র জন্তর লালসা।


কবির মন পোঁড়ে
সেপ্টিক হয় শুকোয়না


সৃষ্টি হয়
জলা-ভূমি, বুদ্ বুদ্ ওঠে ।
রক্ত মাখা মাটি,
ঠিকানাহীন সমাধি।
ঠ্যাং ফাঁক করে
চিতিয়ে কাতরানো
নব্য পোঁয়াতির প্রসব যন্ত্রনা।
.................................
০৫/০৭/১৪ইং