হস্নাহেনার হৃদয়হরা সুগন্ধ জানালার
শিক্ গলে উঁকি দেয় , জ্যোৎস্নার ধারা
ভিঁজে ঘোলা হয়ে গেছে। শরীরে বিছানার
আকুতি, হাত বাড়ালে ছুঁয়ে দেয়া যায়
শীত গলানো ওমের শিখা।

পথের ধুলো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছুপ্ছুপে
কাদা আঙ্গুলে রেখা কাটি মনেমনে। পাতার শরীরে জলের দাঁগ লেপ্টে যায় বহু-জলে।

পুবাকাশে সূর্যমুখী চুমো দিয়ে যায়
জেগে ওঠে ফর্সা-রক্তিম চিন্হ। ঘুম-ক্লান্ত
হস্নাহেনা ঘুমিয়ে পড়ে, সুগন্ধ বুকের —
দেউড়িতে স্নান সারে কাঁচের চুঁড়ি আর
নূপুরের রিন্-ঝিন্ টুংটাং ছন্দে।
........................................
১০/০৭/১৪ইং