আমি যেখানে বসত করি ;

আমি তোমাকে খুলেই বলি,
সেখানে ঊষা আসে, গোধুলীও ;
আর তার মাঝখানে যা

আমি তার ঘাড় ধরে ঝুলেপড়ি
ঊষা আর গোধুলী পেরোব বলে
.......................................
১৪/০৭/১৪ইং
কবিতা-বার্তাঃ ঊষা আর গোধুলীতে মোড়ানো প্যাকেট সময়কে পেছনে ফেলে অনন্ত মুক্তসময়ের ভেতরে প্রবেশের দুরন্ত বাসনা। যেখানে মৃত্যু নেই জরা নেই, আছে সুখ, বন্ধুদের ভালোবাসা সীমাহীন, আছে উন্মুক্ত ইচ্ছের বাস্তবায়ন।