সময়ের স্রোতে ভেসে চলা ,
  দার-পালহীন এক বেনামি তরিকে ।
সুসজ্জিত সুরক্ষিত করেছিলে তুমি ,
  তোমার দৈবীক জাদুবলে ।


বেনামি তরিটি পেলো সুন্দর নাম ,
      সুরক্ষিত দার সাথে সুসজ্জিত পাল ।
পেলো তার গন্তব্যের ঠিকানা ,
      যখন তুমি ধরলে তার হাল ।


কত গ্রাম-শহর ভেসে বেরিয়েছে তরি ,
        তোমার ইচ্ছেতে ভেসে ভেসে ।
নদীর স্রোতের অনুকূল বা প্রতিকূলে ।
       কত মানুষ চিনেছে প্রতিটি খেয়া ঘাটে ।


সব শেষে নিজেকেও চিনিয়ে দিলে !
        শরতের কাশফুলে মোহিত হয়ে ।
দেখতে গিয়ে হারিয়ে গেলে কাশবনে !
       আর তরি আটকে পড়লো বালুচরে ।


নদীতে ভেসে বেড়ানোর ক্ষমতা
       হারানোর সাথে সাথে তরিটি ;
হারিয়ে ফেললো নিজ বাসস্থান ,
        কাজ , অহংকার , নিজস্ব পরিচিতি ।


হেমন্ত শেষে শীতের শুরুতে
      চাতকের মতো করছে অপেক্ষা ।
আবারও সে চলতে শুরু করবে ,
      গ্রীষ্মের শেষে আসবে যখন বর্ষা ।