জন কোলাহলমুক্ত নিঃস্তব্ধ নদীর বালুচরে ,
নিজেকে দায়িত্ব কর্তব্যের বাধন মুক্ত করে ,
ছড়িয়ে ছিটিয়ে থাকা সব চিন্তা ভাবনা গুলোকে ,
এক সুতোয় গাঁথতে বসেছিলাম সেদিন সায়াহ্নে ।
'কী চেয়েছি আর কী পেয়েছি' মেলাতে পারিনি ।
যেমন বুঝিনি সন্ধ্যার পর কখন নেমেছে রজনী ।
বা এক অপরিচিতা কোকিলকণ্ঠী আপন মনে ,
মধুর সুরে গান গেয়ে কখন এসেছিল বালুচরে ।
আর আমি মন্ত্রমুগ্ধের মতো মনোযোগসহকারে ,
তাঁরই আওয়াজ শুনছিলাম অবচেতন মনে ।
চাঁদের আলোতে তাঁর মুখশ্রী আর চলার ভঙ্গি ,
সেই পটভূমিকায় সবই লাগছিলো স্বর্গীয় মায়াবী ।
অপরিচিতা হয়েও বন্ধু বলে সম্বোধন করে ,
বলেছিল ".... রাত অনেক হলো বাড়ি যাও এবারে ।"
স্বল্প সময়ের কথা , নাম কী ওর সেটাও জানিনা ।
মন বলছে নাম যাই হোক সে এক সুমনা কন্যা ।
সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে তোমার তরে ,
একখানি বেনামি চিরকুট ফেলে এসেছি সেই বালু চড়ে ।
পেলে বন্ধু বলে ডাক দিও , আমি হাজির হয়ে যাবো ।
বা চাইলে অপরিচিতি থেকেই পরিচয় বানিয়ে নেবো ।