সূর্যোদয় দেখেছিলাম শেষবার , কতদিন আগে ?
না, পারবো না মনে করতে ।
অথচ এমন একটা সময় ছিল , পাখির কোলাহলে ,
ঘুম ভেঙে যেতো খুব ভোরে ।


এরপর হাত-মুখ ধুয়ে , জল পান করে ,
বেড়িয়ে আসতাম রাস্তা দিয়ে ।
সকালের বিশুদ্ধ হওয়া , শিহরণ জাগাতো শরীরে ।
মনোযোগ আসতো কাজে-পড়াশোনাতে ।


সবই পালটে গেলো, যেদিন সন্ধ্যায় গান শুনিয়ে ,
আমাকে তোমার বন্ধু বানালে ।
তোমাতেই অভস্ত হলাম , সন্ধ্যা-সকাল গেলাম ভুলে ,
শুক-সারির গল্প বুনতে বুনতে ।


অভ্যাসটা বদলাতে পারিনি , তুমি চলে যাবার পরে ,
এখন আর ঘুম আসেনা সন্ধারাতে ।
চেষ্টা করে যাই প্রতি রাতে , কিন্তু ঘুম আসে !
ভোর হবার একটু আগে ।