আমি উড়ন্ত পাখি
আকাশের গায়ে থাকি
বাতাসকে করে ভর
শূন্যে বেঁধেছি ঘর |


মেঘ ছুটে ছুটে চলে
যেই বৃষ্টির কথা বলে
বানভাসি এ জীবন
টানে পৃথিবীর কোণ |


তবু তো
ভোরের আলোও ফোটে
সূর্য যখন ওঠে
ডানা মেলে দিই জেগে
সীমাহীন আবেগে |


রোদ বলে হেসে হেসে
আলোর জোয়ারে ভেসে
ছোটো দিগন্তহীন মাঠে
তুমি রানী এ তল্লাটে |


হাওয়ার কোলে ভাসা
মেটায় দুরন্ত দুরাশা
আবেশ মাখা জীবন
মনে মধুর বিস্ফোরণ |


মাঝে মাঝে দেখি ঝুঁকে
চেনা পৃথিবীর বুকে
কত অন্ধকার অঞ্চল
ভোর দেখেনি মনাঞ্চল |


একদিন,
আলোকে ডানায় করে
মিশে যাব অন্তরে
শুরু উড়ান আলোর পাখির
এবার তুমিও উড়বে নাকি ?