সকালগুলো প্রজাপতির রঙিন ডানার মত
ঝলমলিয়ে রোদ্দুর ওঠে স্বপ্ন দেখায় কত
আদর মাখা মায়ের মুখ অপরাজিতা নীল
পড়ার ফাঁকে ছোট্ট খুকি স্বপ্নে সাবলীল  |


দুপুরবেলা আগুন গোলা দগ্ধ জীবন
নিয়ম মেনে তাপ কমাবে পশ্চিমী কোণ
ভাতঘুমের আবেশ মাখা চোখে মুখে
তাল-পাখারই হাওয়ায় দোলা নিটোল সুখে |


বিকেলবেলা জেগে ওঠে নেতিয়ে পড়া ফুল
গাঁয়ের মেয়ে চুল বেঁধেছে কানে ঝুমকো দুল
ছুটি পাবার অপেক্ষাতে দামাল ছেলের দল
সবার নামে হাত বাড়িয়ে ডাকে দীঘির জল |


পশ্চিমের ওই মাঠের পারে গাছের স্রোতে
সূর্য ডোবে লালচে আকাশ পাখির ঠোঁটে
ঝিঁঝিঁ পোকার একঘেয়ে সুর ঢেঁকির তালে
মেঠো সুরের ছোঁয়ায় জীবন ক্লান্তি ভোলে |


রাত্রি যেন বড্ড বেশি নিকষ কালো
অপেক্ষাতে ফুটবে কখন ভোরের আলো
সেই আলোতেই নতুন করে স্বপ্ন দেখা
নতুন দিনে প্রথম থেকে বাঁচতে শেখা |