শুনতে পাচ্ছি বলছে সবাই 'হইনি স্বাধীন'
আজও নাকি একই রকম সেই পরাধীন
মনের মধ্যে উথাল-পাথাল প্রশ্ন-সাগর
স্বাধীনতার আসল মানে কোন্‌ বরাবর ?


আজকে ভাবি জীবন দিয়ে আনলো যারা
অধীনতা কি যন্ত্রনা বোঝেন তারা
অসহ্য যে কি সীমাহীন সে নির্যাতন !
অবহেলা,খিদের জ্বালা, কি নিষ্পেষণ !!


সেসব দিন তো ভোগ করিনি তুমি আমি
বুঝি না তাই স্বাধীনতা কত দামী
পেলাম না `কি' শুধু তারই হিসেব কষা
আজকে ভন্ড দেশপ্রেমীদের নগ্ন দশা |


সভার মঞ্চে আজও ভাষণ সেই পুরাতন
ধর্ম আজও হচ্ছে পালন সেই সনাতন
কেউ ছাড়ে না একটুও তিল একটু জায়গা
স্বাধীন ছলে স্বাধীন বলে লুটছে ফায়দা |


তারই মাঝে লিখছে এ মন যা খুশি চায়
বলতে পারো এমন সুযোগ ক'জন পায়?
পায়ে পায়ে পৌঁছে গেছি একুশ শতক
পৃথিবী আজ ভীষণভাবে মুঠোয় আটক |


ডানা মেলে পতপতিয়ে উড়ছে জীবন
কেবল-নেটে ছুটছে বেগে এ খোলা মন
স্বাধীন অধীন স্বাধীন অধীন তর্ক চলে
টিভিতে সংগ্রামের কথা মুখোশ বলে |


অনেক হলো এবার চলো আবার ভাসি
দিন বদলের উজান স্রোতে যে বিশ্বাসী
প্রাণ ভরে নিই সবার ভাবনা এই বাতাসে
তোমার আমার আসল মুক্তি এই আকাশে |