পরজন্মের কথা তুমি
             এজন্মেই লিখলে কবি !
এখন যাকে ফেললে ছুঁড়ে
         তাকেই নিয়ে আঁকলে ছবি ৷


পথ হারাকে স্বপ্ন দেখাও
              পথের দিশা দেবে তুমি
ভেবেও নিলে পরের জন্মে
               তোমার পাশে থাকব আমি ৷


এ জন্মেই পেলাম না ছাই
          তোমার ভালবাসার ছোঁয়া
প্রেমের আগুন জ্বলছে বুকে
           পুড়ছে হৃদয় উঠছে ধোঁয়া ৷
            
ভুলে যাব কঠিন সময়
             সুখের হাত ধরবে বলে  
হাতের মুঠো আলগা করে
           এগিয়ে গেলে আমায় ফেলে ৷


পরজন্মে তুমিই আবার
       চাইছ আমায় নতুন করে  
কেমন করে ভুললে তাকে
         সব যে দিল সুখের ভোরে ৷
  
এ জন্মেই পাই যদি সুখ
      তোমার ভালবাসার চেয়ে
বলতে পারো কেন যাবো
         অথৈ জলে নৌকা বেয়ে ৷
    
পরজন্মের উচ্ছ্বলতা
               পরে বসেই ভাবব তবে
এ জন্মে ভোগ করে নিই
               নতুন জীবন পেলাম সবে ৷