বলছ তুমি গিলছি আমি
ভাবছ বুঝি জিতেই গেলে বেশ
শিকড়গুলো শক্ত কর
নইলে জীবন এক টানেতেই শেষ ৷


তাসের উপর তাস সাজিয়ে
ভাবছ বুঝি বাঁধবে নতুন ঘর
কাঠামখানা পলকা এমন
এক নিমেষেই উড়িয়ে নেবে ঝড় ৷


চলছ তুমি গভীর জলে
ভাবছ বুঝি থৈ পাবে না কেউ
জোয়ার এলে সামলে থেকো
ফেলবে ছুঁড়ে উঠবে যখন ঢেউ ৷


চতুর কথার কারসাজিতে
ভাবছ বুঝি করবে বাজিমাত
কথার গেরোয় আটকে শেষে
নিজের ফাঁদে নিজেই কুপোকাৎ ৷


স্বর্গীয় মুখ হাসছ এমন
ভাবছ বুঝি সবাই বোকার ঝাড়
জীবন শেখায় অন্য কথা
অতি চালাকির ক্ষণস্থায়ী বাড় ৷