যদিও জ্বলে তুষের আগুন
              ধিকধিকিয়ে সারাক্ষণ
শিরদাঁড়াটা ছাড়াই করি
              নির্দ্বিধাতে কাল যাপন ৷


চারদিকে যা ঘটছে এখন
              না দেখারই ভান করি
প্রতিবাদী মনকে বোঝাই
            আসল কথা ভয়েই মরি ৷


বাঁচা মরা ভগার হাতে          
               ঘটছে যা তা ঘটবেই
মানব জাতি তুচ্ছ অতি
              কারোর কিচ্ছু করার নেই ৷


দর্শনটা ভালোই লাগে
                মুখরোচক আলোচনায়
বিপদ-আঁচের লাগলে ছোঁয়া
                 মাথা গুঁজি ঘরের কোনায় ৷
        
শিরদাঁড়াটা সোজা রাখার
                 চেষ্টা করা বৃথাই আজ
আপোষ নামক পাপোশ হলেই
                 রাখবে ভালো এই সমাজ ৷


তবুও মন স্বপ্ন দেখে
              নতুন দিন আসবে বেশ
শিরদাঁড়াটা রাখবো সোজা
              এই আপোষের জীবন শেষ ৷