সিন্ধুর মাঝে বিন্দু মাত্র
            কিইবা আমার পরিচয়
জ্ঞানী-গুণীরা ভরসা যোগান
              বিন্দু মিলনে সিন্ধু হয় ৷


দেশমাতাকে দিতে পারি
            এমন আমার সাধ্যি বা কই
চার দেয়ালই জগৎ আমার
           খেলনা-বাটি আর খাতা বই ৷


মাঝে মধ্যে পাই যদি সাথ
                আস্তাকুঁড়ের ওই ছেলেটার
যত্ন করে খাওয়াই তাকে
                খুশীর হাসি দেয় উপহার ৷  


আর আছে এক শীর্ণ বুড়ো
               আদুর গায়ে খিদের তাড়ায়
পেট ভরানোর স্বপ্ন চোখে
               সামনে এসে হাতটি বাড়ায় ৷
    
এভাবেই তো দিন কেটে যায়
             আমার সঙ্গী সাথী সবার
দেশমাতাকে বাসবো ভাল
             স্বপ্ন ছিল সেই কবেকার ৷


জানা তো নেই দেশপ্রেমের
           আসল সংজ্ঞা মিলবে কোথায়
হয়ত এ মন খুঁজছে তাকে
           আশেপাশের ভুল ঠিকানায় ৷


তোমাদের প্রেম মায়ের জন্য
           আগের মতই থাকুক অটল
আমি না হয় ভুল ঠিকানায়
        মুক্তির খোঁজে থাকি অবিচল ৷