ছোট্টবেলার স্বপ্নগুলোর
             অনেক বেশী তরতাজা রঙ
স্বপ্নগুলোও ছোট্ট ছিল
                 আর ছিল না 'কিন্তু' ,'এবং' ৷


খেলনা-বাটি , রঙ-তুলি আর
                রঙ-বেরঙের চুলের ফিতে
হাতের মুঠোয় স্বর্গ তখন
                পেতাম যখন আচম্বিতে ৷


স্বপ্ন পুরণ একার তো নয়
                নিক্তিতে ভাগ সবার সাথে
কল্পতরু মনের হদিস
                বাড়িয়ে দেওয়া সরল হাতে ৷
            
হঠাৎ কেমন পাল্টে যাওয়া
                  স্বপ্নগুলোও বড্ড দামী
কালো কাঁচের গাড়ির ভিড়ে
               মিশেছি আজ তুমি-আমি ৷
    
ছোট্ট বেলার স্বপ্নরা আজ
                  খুব যতনে রাংতা মোড়া
জীবন এখন ছুটছে বেগে
                   গড়ের মাঠে রেসের ঘোড়া ৷