সীমাহীন আকাশেরই এক ফালি
                       নীল রঙা মুক্ত আকাশ
স্বপ্নরা ডানা মেলে উড়বে খানিক
                     গায়ে মাখা তন্বী বাতাস ৷


জানা নেই দেয়ানেয়া হিসেবেরই
                     বিয়োগটা মিলবে কিনা
ভুলে ভরা জীবনের দিচ্ছি মাশুল
                     বলে রাখি আর দেব না ৷


ক্ষত ভরা শরীরের জন্য মলম
                   গাল ভরা নোনতা গ্লানি
এইভাবে কেটে যাওয়া বছরের
                   হিসেবটা পাবো না জানি ৷


হাল ছেড়ে দরজারই এক কোণে...      
                  মুক্তির স্বাদ পেতে চাই
কবিতারা ডাক দিয়ে বলছে 'মেয়ে '
                  'এই ধর হাতটা বাড়াই '।


কাঁপা হাতে নিয়মেরই বেড়াজাল
                ছিঁড়ে ফেলে তন্বী বাতাস
ভাবনারা আমার এই এক ফালি                  
                  নীল রঙা মুক্ত আকাশ ৷