তুমি না হয় ভুলেই যেও সে পথ
যা মিশেছে আমার বাড়ির সাথে
তোমার পথ তো কবেই গেছে বেঁকে
সেদিনের সেই বৃষ্টি ভেজা রাতে ৷


তুমি না হয় নাইবা রাখলে কথা
সেসবের আজ মূল্য বড় কম
মাতলো জীবন আলোর ফোয়ারায়
কথার ভাঁজে কথার উপশম ৷


তুমি না হয় নাই বা হলে আমার
জ্বলতে দাও বুকের মধ্যিখানে
কঠিন বরফ নাই বা হল জল
আমার মন প্রলেপ দিতে জানে ৷