আমি বাংলার প্রকৃতি হয়ে
মিশে থাকবো তোমার গায়ে।
অবজ্ঞা করবে না তখন তুমি
দখল করবো তোমায় আমি।


আমি আকাশ হবো
আকাশের বুকে জন্ম নিবো
চন্দ্র হয়ে ভেসে উঠব।


আমি বাগান হবো
ফুল হয়ে জন্ম নিবো,
মালি হয়ে আসবে তুমি
সেখানেও আমি তোমায় পাবো।


আমি কাপড় হয়ে
পোশাকারে জন্ম নিয়ে,
পড়বো তোমার গায়ে।


আমি হবো-
আমি তোমার হবো।


আমি জবাগাছ হবো
জবাফুল হয়ে জন্ম নিবো,
তোমার বেণীর খোঁপা হবো।


আমি হবো-
আমি বৃষ্টি হবো
বৃষ্টির কণা হয়ে ছিটবো,
তোমার গায়ে ঝরবো।


আমি হবো-
আমি হিমেল হাওয়া হবো
বাতাসাকারে জন্ম নিবো
তোমার গায়ে মিশবো।


আমি হবো-
আমি দর্পণ হবো
আয়নাকারে জন্ম নিবো,
সেদিন খুঁজে পাবে তুমি
তোমার মাঝে আছি আমি।