আজকের বাগিচায় অনেক বকুল
প্রভাত ছিল প্রভাকরে ভরা,
গাছে-গাছে গাইছে কোকিল
নাচছে একদল ঘোড়া।


এই দিনে বুবু,এসেছো তুমি
ছিলোনা কোনো ইচ্ছা,
সহস্র বকুলের তোড়া দিয়ে আমি
জানাই জন্মদিনের শুভেচ্ছা।


আসবে তুমি গাইবে গান
কে জানিতো তা!!
উল্লাসিত বাংলা এখন
প্রজ্জ্বলিত গাঁ।


দহন হয়ে দেহাশ্রিত
পরিচয়ে দুহিতার,
শশী হয়ে উদ্ভাসিত
সারা বাংলা ঘর।