একফোঁটা অশ্রু যখন বের হয়
তখন হৃদয়কে আঘাত করে বের হয়,
বাইরের ক্ষতস্থানগুলো
বিভিন্ন ওষুধ দ্বারা বিলুপ্ত করা হয়।
কিন্তু হৃদয়ের যে আঘাত-কালো দাগ,
কালের সাক্ষী হয়ে রয়ে যায়।
হয়তো একদিন ভুলে যাবে তুমি,
ভুলে যাওয়ার ভান করবো আমি
কিন্তু এই কালো দাগ কালের সাক্ষী দিবে।
হয়তো সেদিন এই কালো দাগ
তুমি মুছে ফেলার চেষ্টা করবে।
কিন্তু কালো দাগ মুছবে না
বরঞ্চ তোমাকে প্রতিঘাত করবে।
কালো দাগে কালো দাগ টানবে।


কালো দাগের প্রতিঘাতে তুমি প্রতিঘাতিত হয়ে,
আমার কালো দাগের মর্ম বুঝবে।
সেদিন বুঝিলেও কাজ হবে না,
কালো দাগ তো কাউকে ছাড় দিবে না।
এই কালো দাগ দুটি ভালোবাসার বিপরীতে
ঘৃণায় পরিণত করবে।
সেদিন দু'জনার দুটি পথ দুদিকে যাবে আর বলবে,
কেন! কেন দিয়েছিলে কালো দাগ।