রাত জাগা পাখি তুমি,
      ওগো উদাসিনী।
বহু  সাধ  সাধিয়াছে,
       ওগো প্রানঙ্গিনী।
কতো    না    সাধ!!
          ছিলো মোর
তোমায় পাওয়ার তরে।


রাত জাগা পাখি তুমি
        তুমি সেই পাখি
যার জন্যে দিন কাটতো
         সে  শুধু  তুমি,
তুমি ছাড়া কাটেনা প্রহর
    কাটেনা আর সন্ধ্যা
তুমি আমার নিশিগন্ধা।


রাত জাগা পাখি তুমি
কেন করো চেঁচা-মেচি?
সর্বদা হৃদয়ের জানলা খোলা
এসো তুমি হৃদয়ে,
আমার এই প্রানের ভ্রমরা,
দুরে কেন দাঁড়িয়ে?
ধরোনা তুমি গলা জড়িয়ে।


রাত জাগা পাখি তুমি    
        পাশে এসে বসো
গল্প করো আমার সঙ্গে
       কথা বলো দু-খান,
বিদ্যুতের মতো হাঁসি দিয়ো;
        ভরিয়ে তোলো প্রান
বলছি শোনো তুমি আমার।


আকাশ পাতাল আজ,
       সেজেছে তোমার রঙে।
            পূব দিকের রবি
                তার ডানা মেলেছে
              পশ্চিমেতে সূর্যি মামা
              তার আঁখি বুজাইছে।
              তোমার রঙে রঙ্গীন
       তাই পৃথিবী হয়েছে।


                 বাতাসে আজ শুধু
               তোমার গন্ধ পাই।
               ফুলেরা কী তার!
                   সুভাষ দিয়েছে হারিয়ে।
                      তোমার পাশে এসে
                      তাই আজ আমি
                     তোমার গন্ধ পাই।
                  কন্যা সাজী পৃথিবীতে।


   তোমার কন্ঠ      মধুর
   তাই  পাচ্ছি      শুনতে
   আমি   দুর       বহুদুর
   হালকা হাওয়ায়   দোলে
    তোমার মলিন     কেশ
    কোকিল  কুহু     রবেতে
    আমার পাশে     এসে
    তোমার কথাই     বলে।।