অশ্রু মোছা হাত পেতে তোমার সামনে,
দাঁড়িয়ে থাকা ছেলেটি আজ অনেক বড়ো হেয়েগেছে।।
আজ সে চাইলেই অনেক কিছু পারে,
কিন্তু সে আজ আর কিছু চায় না।
একদিন চেয়েছিল তার দুনিয়া কে তার পাশে
হাতে হাত রেখে এগিয়ে যেতে
চোখের ভেতরে যতক্ষন অন্ধকার না বিরাজ করে।
নিয়তি তাকে গোধুলিতেই অন্ধ করে ছাড়লো,
সেদিন খুব জোরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিল
কল্পনা করেছিল উঠে দাঁড়িয়ে
উপরওয়ালা কে জিজ্ঞেস করবে - "হাঁটা তো শিখিয়ে দিলে, রাস্তার পাথর গুলো কে সরাবে?"
ধুলোয় মুখ গোঁজা ছেলেটা কখনো ভাবেনি
সে এমন ভাবে উঠে দাঁড়াবে, সবাই হাঁ করে থাকবে।
আজ চাইলে ওই পথে নিজের নাম লিখে দেবে
কিন্তু, ওই পথে হাঁটার সময় পেরিয়ে গেছে।
ওই পথের স্মৃতি গুলো, হৃদয়ের মধ্যে নতুন রাস্তা বানিয়ে ফেলেছে।
যে কেবল হৃদয় কে হৃদয়ে জুড়ে দিয়েছে।