পরাজয় মানি না –
মন মন্দিরে আছো নিশ্চুপ বসে
সিঁথিতে নেই সিঁদুর আলতা
নেই বাঁকা চাঁদের হাতে শাঁখা;
পূজা হাতে পূজারী দাঁড়িয়ে তোমার দুয়ারে
অনুরোধ – ফিরিয়ে দিও না শূন্যতায় বারেবার,
এত কাছাকাছি কেন নেই প্রেমের অবগাহন
বারবার শিহরণ জাগরণ বয়ে যায়।
তুমি মমতাময়ী দেবী, কথা কও – কথা কও মিনতি করি
চেয়ে দেখ – ডালা সাজিয়েছি কত প্রণয়ের সামগ্রী!
কত প্রসাদ চাও তুমি – সবটুক দেব উজাড় করে
তবুও তুমি নির্বাক? নেই কোন মাধুরী তোমার
ক্লান্ত বেলার পরে মধুর মাধুরীতে বৃষ্টি ঝরার স্নান।